যুক্তরাষ্ট্রে সাইবার হামলার শিকার সর্ববৃহৎ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন। গতকাল রোববার (৯ মে) এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবৃতি অনুসারে, র্যানজম ওয়্যার সাইবার অ্যাটাকের শিকার হয় প্রতিষ্ঠানটি। শুক্রবার থেকেই ‘ডার্ক সাইড’ নামের একটি অপরাধী চক্রের দখলে সরবরাহ লাইন। জব্দ আছে ১০০ গিগাবাইট তথ্য। বিনিময়ে দাবি করছে ক্রিপ্টো কারেন্সির মতো মুক্তিপণ। দাবি না মেটানো হলে ইন্টারনেটে গোপন এবং রাষ্ট্রীয় তথ্য ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে হামলাকারীরা।
নিরাপত্তা বাহিনী, সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে- এমন দাবি কলোনিয়ালের। দিনে ২৫ লাখ ব্যারেল জ্বালানি উৎপাদন করে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠান পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ৪৫ শতাংশ ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েলের চাহিদা পূরণ করে।
Leave a reply