কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
বুধবার (১২ মে) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন মহেষখালীয়া পাড়া উপকূল থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
লে. কমান্ডার এম মিরাজুল হাসান জানায়, মহেশখালীয়া পাড়া নৌ ঘাটে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে জব্দ করতে কোস্টগার্ডের অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে নৌকা তল্লাশি করে ২৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, নুর আহমদের পুত্র মো. হারুন (৩২), আলী আহাম্মদের পুত্র নুর কবির (২৮), মৃত আব্দুল হাকিমের পুত্র শাহজালাল (১৮) ও মো. সৈয়দের পুত্র আবু সুফিয়ান (২৮)।
আটককৃত মাদক ব্যবসায়ী, জব্দ কৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a reply