বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২-তম জন্মদিন

|

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২-তম জন্মদিন আজ। এ উপলক্ষে তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাইয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন ভাটির পুরুষ শাহ আব্দুল করিম। প্রায় আড়াই হাজার গানের রচয়িতা করিম ২০০১ সালে ‘একুশে পদকে’ ভূষিত হন। বসন্ত বাতাসে, গাড়ি চলে না, আগে কী সুন্দর দিন কাটাইতাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা বাউল আব্দুল করিম।

ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গানে উঠে এসেছে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরোধিতাও। প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহ এর দর্শন থেকে গানের অনুপ্রেরণা পেয়েছেন তিনি। আর বাউলগানের দীক্ষা লাভ করেছেন সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে।

২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যুবরণ করেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply