ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন আতঙ্কজনক: জাতিসংঘ মহাসচিব

|

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনকে আতঙ্কজনক আখ্যা দিলেন জাতিসংঘের মহাসচিব। অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান তার।

গতকাল রোববার (১৬ মে) ৫৭ মুসলিম দেশের জোট OIC এ ইস্যুতে জরুরি বৈঠকে বসে। সেখানে ইসরায়েলি প্রতিনিধিকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি জানান, অতীতের মতোই দখলদারিত্বের উদ্দেশ্যে হামলা-আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদি রাষ্ট্র। কিন্তু মুসলিমরা কোনভাবেই নিজ ভূখণ্ড ছাড়বে না, প্রয়োজনে গড়ে তুলবে প্রতিরোধ।

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তিনি বলেন, রক্তক্ষয়, সন্ত্রাসবাদ আর ধ্বংসযজ্ঞের এই চক্র ভাঙতে হবে।

তিনি আরও জানান, বর্তমানে যে আগ্রাসন চলছে তা সত্যিকার অর্থেই ভীতিকর। সাম্প্রতিক সহিংসতা কেবল মৃত্যু-ধ্বংস আর বাস্তুচ্যুতির ঘটনাটিকে চিরস্থায়ী করছে। নষ্ট করছে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার সম্ভাবনা। জরুরি ভিত্তিতে লড়াই বন্ধ করা উচিৎ। রকেট-মর্টার হামলার পাশাপাশি বন্ধ করতে হবে গোলা ছোঁড়া। অস্ত্রবিরতি কার্যকরে বিবাদমান সব পক্ষের সাথেই আলোচনা করছে জাতিসংঘ। সব পক্ষকে মানতে হবে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা। বজায় রাখতে হবে পবিত্র স্থাপনা এবং ভূখণ্ডের শান্তি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply