শক্তিশালী ধূলিঝড়ের কবলে পড়েছে পাকিস্তানের বন্দরনগরী করাচি। মঙ্গলবারের ওই ঝড়ের কবলে পড়ে এক শিশুসহ মারা গেছেন কমপক্ষে ৩ জন।
কয়েকদিন ধরেই টানা দাবদাহ চলছিলো করাচিতে। সোমবারও তাপমাত্রা ছিলো ৪৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সাইক্লোন টাউটির প্রভাবে শুরু হয় তীব্র ধূলিঝড়। এ সময় দেয়াল ও ছাদ ধসে মৃত্যু হয় তিনজনের।
এদিকে, ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ। তবে বৃষ্টি শুরু হলে অবসান হয় ধূলিঝড়ের। টানা গরমের কারণে বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলারও সুযোগ পান করাচির মানুষ।
ইউএইচ/
Leave a reply