রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জিদান!

|

জিনেদিন জিদান দায়িত্ব ছাড়লে রিয়াল মাদ্রিদের কোচ হবার দৌড়ে নাকি অনেকটাই এগিয়ে ইতালিয়ান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। লা-লিগায় মাত্র এক ম্যাচ বাকি। গুঞ্জন আছে ওই ম্যাচ শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিতে পারেন রিয়াল মাদ্রিদ কোচ জিদান।

লস ব্লাঙ্কোসরা জিদানকে ধরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত যদি এই ফরাসি ছাড়তে চায় ক্লাবের দায়িত্ব, তাহলে বিকল্প ভেবে রেখেছে কর্তৃপক্ষ। স্প্যানিশ গণমাধ্যমের মতে য়্যুভেন্টাসের সাবেক ইতালিয়ান কোচ অ্যালেগ্রি, জার্মান কোচ জোয়াকিম লো আর রিয়ালের বি টিমের কোচ রাউল গঞ্জালেস হতে পারেন জিদানের উত্তরসূরী।

তবে ইতালির জনপ্রিয় দৈনিক লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ট বলছে প্রতি বছর ১০ মিলিয়ন ইউরোর চুক্তিতে ইতিমধ্যেই অ্যালেগ্রির সাথে কথা পাকাপাকি করে ফেলেছে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply