সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে ডিআরইউ’তে প্রতিবাদ কর্মসূচি পালন

|

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে ডিআরইউ'তে প্রতিবাদ কর্মসূচি পালন

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টস ইউনিটিতে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টস ইউনিটির ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি হেনস্তার সাথে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে। সরকারকে আমলানির্ভর না হয়ে জনবান্ধব হওয়ার আহ্বান জানান তারা।

১৯২৩ সালের ঔপনিবেশিক অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। রোজিনা ইসলামের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply