ডোমিঙ্গোর সাথে চুক্তি নবায়নের বিকল্প নেই: পাপন

|

ডোমিঙ্গোর সাথে চুক্তি নবায়ন ছাড়া বিকল্প হাতে নেই বিসিবির। এমন কথাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আজ এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্য শিরান ফার্নান্দো করোনা আক্রান্ত হয়েছেন। সবশেষ ম্যাচের আগে পিসিআর টেস্ট করা হয়, সেখানে আগের রাতে পজেটিভ হওয়া ইসুরু উদানা, শিরান ফার্নান্দো ও বোলিং কোচ চামিন্দা ভাস পজেটিভ আসেন। তবে আজ উদানা ও ভাসের রিপোর্ট নেগেটিভ আসে। এমন অবস্থায় প্রশ্ন ওঠে সিরিজ মাঠে গড়ানো নিয়ে।

এ বিষয়ে পাপন বলেন, আইসিসির গাইডলাইন মেনেই সিরিজ হচ্ছে। বায়ো বাবল নিশ্ছিদ্র আছে। খেলা মাঠে গড়িয়েছে, সিরিজও সম্পূর্ণ হবে।

তবে এই সিরিজের পর হেড কোচ রাসেল ডোমিঙ্গো থাকবেন কিনা সেটি নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। কোচের পারফরমেন্সের আগে ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনায় আনার কথা বললেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, আমাদের হাতে বিকল্প নেই। করোনাকালীন পরিস্থিতিতে বিকল্প খোঁজাও কঠিন তাই আপাতত কোচের বিষয়টা নিয়ে ভাবার সুযোগ নেই বরং ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনায় নেয়া উচিৎ।

তামিম মুশফিকদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন পাপন। সেই সাথে ৬-৭ বছর ধরে জাতীয় দলে খেলা লিটন-সৌম্য-মিঠুনদের এখনও বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বলে মনে করেন নাজমুল হাসান পাপন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply