‘সরকারের কথা না শুনলে শিক্ষার গুণগত মান থাকবে না’

|

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো সরকারি নীতিমালা মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া ছাড়া আর কোন উপায় নেই।

আজ শনিবার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের কথা শুনতে হবে। নাহলে শিক্ষার গুণগত মানই ঠিক থাকবে না।

মন্ত্রী এর আগে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে বিভিন্ন বিভাগে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের স্বর্ণ পদক পরিয়ে দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply