কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপকূলে জোয়ারের সাথে ভেসে এলো পলিথিনে মোড়ানো একটি মরদেহ।
শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় মেরিনড্রাইভের পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি ভেসে আসে। এ সময় পলিথিনে মোড়ানো মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ মরদেহটি উদ্ধার করেন।
পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ জানান, মরদেহটি ইতোমধ্যে কংকালে পরিণত হয়েছে। আলাদা হয়ে গেছে শরীর থেকে মাথার খুলি। বেশ কয়েকমাস আগের মরদেহটির পড়নের কাপড় এবং মাথার খুলি দেখে এটি কম বয়সী কোনো নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে।
ইন্সপেক্টর নুর আরও জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরের জোয়ারের স্রোতে মেরিনড্রাইভের পূর্বে চলে আসছে মরদেহটি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply