টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

|

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদ উত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদ উত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. খায়রুল ইসলাম জানান, টাঙ্গাইল শহরে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদ উত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে মধুবন ফার্মেসি ইউনানিকে ১ লক্ষ টাকা, রিমু-শিমু ঔষধালয়কে ১ লক্ষ টাকা ও কাশেম ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।

এ সময় টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালন মোছা. নার্গীস আক্তার, জেলা প্রশাসন ও র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply