অগ্নিকাণ্ডের পর ডুবে গেছে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘খার্গ’

|

ডুবে গেছে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'খার্গ'

ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ‘খার্গ’। বুধবার ভোররাতের দিকে রহস্যজনকভাবে আগুন লাগে জাহাজটিতে।

অনেক চেষ্টার পরও ভয়াবহ আগুন নেভানো যায়নি, দুপুরের দিকে ডুবে যায় জাহাজটি। এর আগেই সব ক্রু-কে উদ্ধার করা সম্ভব হয়।

বার্তা সংস্থাগুলো বলছে, রাত আড়াইটার পর অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস তৎপরতা চালালেও কাজে আসেনি। স্যাটেলাইট ছবিতে দেখা যায়, জাহাজটির সবশেষ অবস্থান ছিলো ইরানের জাস্ক বন্দরের কাছে। ১৯৭৭ সালে ব্রিটেনে তৈরি জাহাজটি ১৯৮৪ সালে ইরানের নৌবহরে যুক্ত হয়। মূলত প্রশিক্ষণ ও সমরাস্ত্র বহনের কাজেই ব্যবহৃত হতো বিশাল জাহাজটি।

অগ্নিকাণ্ডের বিষয়ে তেহরানের তরফ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে অনেকেই বিষয়টিকে নাশকতা মনে করছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই কয়েক বছর ধরেই পশ্চিমাদের সাথে উত্তেজনা চলছে তেহরানের। দুই পক্ষের জাহাজেই চোরাগোপ্তা হামলার ঘটনাও ঘটেছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply