স্পেনে জব্দ ১৫ টন হাশিশ

|

স্পেনে শ্বাসরুদ্ধকর এক অভিযানে জব্দ করা হয়েছে ১৫ টন হাশিশ। গত মঙ্গলবার (১ জুন) ক্যানারি দ্বীপের পূর্ব উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হয় মাদকদ্রব্যগুলো।

ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে চ্যালেঞ্জ করে স্পেনের নিরাপত্তা বাহিনী। পরে অভিযানে বেরিয়ে আসে টনকে টন মাদক। মঙ্গোলিয়ার পতাকাবাহী ‘ওডিসি-২২৭’ নামের নৌকাটিকে লাস পালমাস বন্দরের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে চোরাচালানে জড়িত চার ক্রুকে। যাদের মধ্যে একজন ইতালিয়ান ক্যাপ্টেন ও বাকি তিনজন সেনেগালের।

সম্প্রতি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে স্পেন। এপ্রিলেও বিপুল মাদকসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply