আফগানিস্তান ম্যাচের স্ট্রাটেজি নিয়ে ভারতের ম্যাচেও খেলা উচিত বাংলাদেশের। এমন মত অভিজ্ঞ দুই কোচ সাইফুল বারী টিটু ও শফিকুল ইসলাম মানিকের।
ভারতের ডিফেন্স আফগানদের চাইতেও শক্তিশালী। আর তাই লো-ব্লক ডিফেন্ডিং আর কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই প্রত্যাশিত ফল আসতে পারে বলে বিশ্বাসী জাতীয় দলের সাবেক দুই ফুটবলার ও কোচ। কাল সোমবার (৭ জুন) দু’দল বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে দোহায়।
প্রায় ২০ মাস আগে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন সাদউদ্দিন। অসাধারণ এই গোলের পর রীতিমত তারকা বনে যান তিনি।
সেই সাদ এবার থাকবেন না ভারত ম্যাচে। তার সাথে সুফিল, বিশ্বনাথ, রেজাউল, সোহেল রানারাও নেই। সোহেল রানা বাদে বাকিদের ছাড়ায় আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ।
জাতীয় দলের দুই সাবেক কোচ সাইফুল বারী টিটু ও শফিকুল ইসলাম মানিকের কাছে স্পষ্ট আক্রমণভাগের দুর্বলতা। আরও একবার প্রয়োজনে তপু বর্মণের মত কোন ডিফেন্ডার আলোটা কেড়ে নিক, এমন প্রত্যাশা দুই ফুটবল বোদ্ধার।
Leave a reply