শর্তসাপেক্ষে ফিলিস্তিনি মানবাধিকারকর্মী যমজ ভাইবোনের মুক্তি দিলো ইসরায়েল

|

শর্তসাপেক্ষে ফিলিস্তিনি মানবাধিকারকর্মী যমজ ভাইবোনের মুক্তি দিলো ইসরায়েল

শর্তসাপেক্ষে ফিলিস্তিনি মানবাধিকারকর্মী যমজ ভাইবোন মুনা এবং মোহাম্মদ আল কুর্দকে মুক্তি দিলো ইসরায়েল।

রোববার শেখ জাররাহ্ এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করে ইসরায়েলি পুলিশ। অঞ্চলটিতে বসবাসরত ফিলিস্তিনি মুসলিম পরিবারদের জোরপূর্বক উৎখাত বন্ধে অনেকদিন ধরেই তারা কাজ করছিলেন। সম্প্রতি যমজ এই ভাইবোনের উদ্যোগেই নানা প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিলেন ফিলিস্তিনিরা। যাতে নতুনভাবে উত্তপ্ত হয়ে উঠেছে অবরূদ্ধ ভূখণ্ড।

মুক্তি পাবার পর, দু’জনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান- ইসরায়েলি রক্তচক্ষুকে তারা ভয় পান না। ঘরে বসেই চলবে আগ্রাসন বিরোধী আন্দোলন। রোববারও ইসরায়েলি পুলিশের অভিযানে আহত হন কমপক্ষে ২০ জন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply