গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। তাদের তিনজন চাঁপাইনবাবগঞ্জ, একজন রাজশাহী, একজন নওগাঁ ও একজন পাবনার বাসিন্দা।
রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৩২ জন। আইসিইউতে আছেন ১৮ জন। গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ শতাংশ।
এদিকে আজও রাজশাহী শহরের পাঁচটি স্থানে সংক্রমণ হার জানতে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। পুরো অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার রাজশাহীতে যান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ উর্দ্ধতনরা। তারা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের। মূলত বিধিনিষেধ কার্যকর করে ভাইরাস প্রতিরোধের ওপর জোর দেন তারা।
এনএনআর/
Leave a reply