কুষ্টিয়া চিনিকল থেকে চিনি গায়েবের ঘটনায় তদন্ত কমিটি গঠন

|

কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি গায়েবের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা আজ কুষ্টিয়া সুগার মিলের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে সরাসরি কথা বলবেন। এদিকে কুষ্টিয়ার সুগার মিলের গুদাম থেকে চিনি গায়েবের ঘটনায় মিল কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে, করা হয়েছে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি । পাশাপাশি বরখাস্ত করা হয়েছে গুদামের দায়িত্বে থাকা স্টোর কিপার ফরিদুল হককে।

উল্লেখ্য, এর আগেও বন্ধ হয়ে যাওয়া চিনিকলটির মূল্যবান সম্পদ ও যন্ত্রাংশ চুরির গুঞ্জন উঠে বেশ কয়েকবার। গত মৌসুমে ২ ডিসেম্বর ২০২০ কুষ্টিয়া সুগার মিলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। ২০০১-২০০২ অর্থবছর থেকে ২০১৯-২০ অর্থবছরে ৪১৫ কোটি টাকা লোকসান দেয় কুষ্টিয়া সুগার মিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply