করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি।
দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে ভারতে। এদিন দেশটিতে মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। এছাড়া গেলো চার এপ্রিলের পর প্রথম বারের মতো দৈনিক শনাক্ত লাখের নিচে দেখলো ভারত।
গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ হাজারের বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর আর্জেন্টিনা ও কলম্বিয়ায় মারা গেছেন সাড়ে ৫ শতাধিক মানুষ।
এছাড়া রাশিয়া, জার্মানি, পেরু, চিলি ও ইন্দোনেশিয়া প্রাণহানি হয়েছে এক থেকে তিন শতাধিক করে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৩৭ লাখের বেশি আর মোট শনাক্ত রোগী ১৭ কোটি সাড়ে ৪৩ লাখের বেশি।
এনএনআর/
Leave a reply