মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরটি স্বস্তির হলো না কমলা হ্যারিসের জন্য। যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয় তার বিমান।
শনিবার অ্যান্ড্রুজ ঘাটি থেকে গুয়াতেমালার উদ্দেশে রওনা হয় মার্কিন ভাইস প্রেসিডেন্টের নিজস্ব বিমান এয়ার ফোর্স-টু। কিন্তু উড্ডয়নের পরপরই অস্বাভাবিক শব্দ আসায় ২৫ মিনিটের মধ্যে ঘাটিতে ফেরত আসে বিমানটি। বিমান থেকে নেমে আসেন কমলা হ্যারিস।
কর্তৃপক্ষ বলছে, যান্ত্রিক জটিলতা হলেও গুরুতর কোনো নিরাপত্তা সমস্যা ছিলো না। ঘণ্টাখানেক পর আরেকটি বিমানে ফের রওনা হন কমলা।
এনএনআর/
Leave a reply