ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য এবার উন্মুক্ত হল স্পেনের দরজা। বিশ্বের যেকোন প্রান্তের করোনা টিকা নেয়া ব্যক্তিকে বিশ্বখ্যাত এই পর্যটনের দেশে যাবার অনুমতি দিলো সরকার।
মহামারিকালে দেশটির পর্যটন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ে। মূলত সে ক্ষতি কাটিয়ে উঠতেই কর্তৃপক্ষের এই উদ্যোগ। জানায়, আবেদনকারীকে ভ্যাকসিন নেয়ার প্রমাণপত্র নিশ্চিত করতে হবে। জমা দিতে হবে পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। তবেই মিলবে ভ্রমণের ছাড়পত্র।
এর আগে ইইউসহ করোনা সংক্রমণ কম এমন ১০টি দেশকে সবুজ তালিকাভুক্ত করে তারা। করোনায় বিপর্যস্ত দেশগুলোর একটি স্পেন। তবে এরই মধ্যে বিপদ অনেকাংশে কাটিয়ে উঠেছে দেশটি।
এনএনআর/
Leave a reply