গাজীপুরে ব্যবসায়ী আহসান হাবীবকে পুড়িয়ে হত্যা মামলায় প্রধান আসামি নুরুন নবী রনিকে কালিয়াকৈর থেকে গ্রেফতার করেছে সিআইডি।
মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে সিআইডি’র পক্ষ থেকে জানানো হয় নুরুন নবীর সাথে ব্যবসায়িক বিরোধ ছিল গাজীপুরের আহসান হাবিবের। সহযোগীদের দিয়ে আহসান হাবিবকে কৌশলে কালিয়াকৈরের হরিনহাটিতে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে গায়ে আগুন ধরিয়ে দেয়।
৭ মে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৮ মে মারা যান তিনি। সেই ঘটনায় তার শ্যালক জাকারিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়াও নওগাঁয় রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনায় আতাউর রহমান হত্যা মামলায় আসামি বাদল ও শিতলকে আমিনবাজার ও নওগাঁ থেকে গ্রেফতার করেছে সিআইডি।
ইউএইচ/
Leave a reply