ফেরাউন এবং খলিফারাও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারে নাই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, আমলাতন্ত্র ভালো। আগেও ছিল, এখনও আছে, থাকবে।
প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে বিপিএটিসি’র সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী এমন কথা বলেন। একনেক বৈঠকে ১ হাজার ২০৭ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দেয়া হয়।
ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সোভিয়েত ইউনিয়নের সময় চীন আমলাতন্ত্র বাতিল করতে পারে নাই। আমলাতন্ত্র ভালো, মহান আমলাতন্ত্র আমাদের মধ্যেও আছে।
নিজে এক সময় ছোটখাটো আমলা ছিলেন উল্লেখ করে বলেন, মনেপ্রাণে এখনও বড় আমলা আমি। আমার জীবনের শেষ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতর।
ইউএইচ/
Leave a reply