টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে সাঁতারু জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম, শ্যুটার আবদুল্লাহ হেল বাকি এবং অ্যাথলেট জহির রায়হানের। আরো একটি ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় এখন বাংলাদেশ। তালিকায় পঞ্চম নামটি হতে পারে দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের। এরই মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) এর সাথে যোগাযোগও করেছে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন। জানিয়ে দেয়া হয়েছে মাবিয়ার প্রত্যাশিত ওজন শ্রেণীর কথা। এখন শুধু অপেক্ষা ইতিবাচক একটি সম্মতিপত্রের।
বিওএ’র মহাপরিচালক বিগ্রেডিয়ার (অব.) ফখরুদ্দিন হায়দার জানালেন, গত মার্চে উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে যেতে পারেননি মাবিয়া। এমনকি বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। তারপরও আশাবাদী মাবিয়া আক্তার সীমান্ত। ওয়াইল্ড কার্ড পাবেন ধরে নিয়েই চালিয়ে যাচ্ছেন অনুশীলন।
সুতরাং, সবকিছু ঠিকঠাক থাকলে ৬৪ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে টোকিও অলিম্পিকে অংশ নেবেন মাবিয়া আক্তার।
Leave a reply