করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে শুক্রবার (১১ জুন) থেকে সাত দিনের কঠোর লকডাউনে যাচ্ছে রাজশাহী। বৃহস্পতিবার রাতে লকডাউনের ঘোষণা দেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর। ১১ জুন বিকেল ৫ টা হতে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন কার্যকর থাকবে বলে সরকারি আদেশে জানা যায়।
রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, রাজশাহী সার্কিট হাউজে বৃহস্পতিবার রাতে প্রশাসনের কর্মকর্তাদের এক জরুরি বৈঠক হয়। সেখানেই রাজশাহীতে কোভিড পরিস্থিতির বিশ্লেষণ সাপেক্ষে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, মার্কেট, দোকান ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে বলে আদেশে বলা হয়েছে। এছাড়া বাস, ট্রেন সহ সকল ধরনের যানবাহন রাজশাহী থেকে অন্য কোথাও বা দেশের অন্য কোন প্রান্ত থেকে রাজশাহীতে প্রবেশ করতে পারবে না।
Leave a reply