ভারতে ব্ল্যাক ফাঙ্গাস: ‍৩ সপ্তাহে সংক্রমণ বেড়েছে দেড় গুণ

|

ভারতে ব্ল্যাক ফাঙ্গাস: ‍তিন সপ্তাহে সংক্রমণ বেড়েছে দেড়'শ শতাংশ

ভারতে বেড়েই চলেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। গত তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে দেড়’শ শতাংশ।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার ২’শ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৭ জন। মৃত্যু হয়েছে ৬’শর বেশি। এরপরেই রয়েছে গুজরাট। রাজ্যটিতে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের দেহে আক্রমণ করেছে ফাঙ্গাস। মারা গেছেন ৩২৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন, মিউকরমাইকোসিস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আরও চ্যালেঞ্জের মুখে পড়লো কোভিড মোকাবেলা। ডায়াবেটিক, ক্যান্সার ও এইডস আক্রান্তদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply