আবারও বড় ধরণের সহিংসতার ঘটনা দেখলো নাইজেরিয়া। জামফ্রা প্রদেশের একাধিক গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গ্রামগুলোয় প্রবেশ করে অস্ত্রধারীরা। একের পর এক গ্রামে চালায় তাণ্ডব, হত্যা ও লুটপাট। জ্বালিয়ে দেয় বাড়িঘর। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতভর চলে এ সন্ত্রাসী কর্মকাণ্ড।
কাছাকাছি জঙ্গলেই লুকিয়ে আছে হামলাকারীরা এমন ধারণা গ্রামবাসীদের। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা তাদের। জামফ্রা প্রদেশের বিভিন্ন গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
নাইজেরিয়ায় দিনদিনই বাড়ছে এ ধরনের হামলার ঘটনা। একইসাথে প্রায়ই অপহরণের শিকার হয় স্কুল শিক্ষার্থীরা। গত ৬ মাসে সাড়ে ৮শ’র বেশি শিক্ষার্থী অপহৃত হয়।
ইউএইচ/
Leave a reply