এতিমদের কথা ভেবে কোরবানির ঈদে মাদরাসা খুলে দেওয়ার দাবি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের

|

কওমি মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের হাজার হাজার এতিম ও অসহায় শিক্ষার্থী অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল। তাই তাদের খাদ্যঝুঁকির কথা বিবেচনা করে মাদরাসাগুলো খুলে দিতে সরকারকে অনুরোধ করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। তারা বলেন, প্রতি বছর কোরবানির সময় মাদ্রাসাগুলো দান করা চামড়া থেকে বড় অর্থ সংগ্রহ করে। তাই এই বাজারকে স্থিতিশীল রাখতে কওমি মাদরাসা খুলে দেওয়ার বিকল্প নেই বলেও জানান তারা।

দুপুরে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। এসময় করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা কওমি মাদরাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ারও দাবি জানান তারা।

ব্রিফিংয়ে বিভিন্ন সময় আটক সকল নিরাপরাধ আলেমদের মুক্তির দাবিও জানান তারা। এছাড়াও দেশজুড়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রশংসা করে মসজিদগুলোর ইমাম নিয়োগের ক্ষেত্রে ওলামায়ে কেরামের সমন্বয়ে নিয়োগ বোর্ড গঠন করার আহ্বান জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply