অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ জুন) সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা ও কুশখালী সীমান্ত এলকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের জেলা প্রশাসন সাতক্ষীরা এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। এছাড়া, ভারতীয় নাগরিক মো. আফতাব মোল্লাকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। তবে আফতাব মোল্লার স্ত্রী বাংলাদেশি নাগরিক হওয়ায় তাদের শিশু সন্তানকে মায়ের কাছে বাংলাদেশে রাখা হয়েছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ এপ্রিল থেকে আজ পর্যন্ত অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় সর্বমোট ৬৮ জন নাগরিক ৬৩ জন বাংলাদেশী নাগরিক, ০২ জন রোহিঙ্গা শরণার্থী, ০৩ জন ভারতীয় নাগরিক এবং ০৩ জন মানব পাচারকারী আটক করা হয়। এছাড়া ১৫ জন মানব পাচারকারী সদস্যদের নামে পলাতক আসামী হিসেবে থানায় মামলা করা হয়েছে।
Leave a reply