সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সক্রিয় মৌসমী বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এই পরিস্থিতি আরো দুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি একেবারে থেমে যাবে না। যেহেতু বর্ষাকাল, তাই দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১০৫ মিলিমিটার। ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩০ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ এবং উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Leave a reply