বোতসোয়ানায় পাওয়া গেল পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিরা

|

প্রায় ১১শ’ ক্যারেটের বিশাল একটি হীরকখণ্ড মিলেছে আফ্রিকার দেশ বোতসোয়ানায়। বলা হচ্ছে এটি বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম হীরা। এ মাসের শুরুতে ডেবসোয়ানা ডায়মন্ড কোম্পানির একটি খনিতে হীরাটি পাওয়া যায়। এখনও এর নামকরণ করা হয়নি।

খনি কর্তৃপক্ষ বলছে, এক হাজার ৯৮ ক্যারেটের হীরাটির দৈর্ঘ্য ৭৩ মিলিমিটার, প্রস্থ ৫২ মিলিমিটার। বিশাল এ হীরাকে অসাধারণ ও দুর্লভ বলে অভিহিত করেছে তারা। রীতিমতো উৎসব করে এ প্রাপ্তি উদযাপন করা হচ্ছে বোতসোয়ানায়। রাজধানীতে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্টের হাতে হীরকখণ্ডটি তুলে দেয়া হয়।

একশ’ বছরের বেশি সময় আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। কালিনান নামের ওই হীরা ছিল ৩ হাজার ১০৬ ক্যারেটের। ৬ বছর আগে, বোতসোয়ানাতেই পাওয়া যায় এ যাবতকালের দ্বিতীয় বৃহত্তম হীরা। যেটি ছিলো এগারশ’ ৯ ক্যারেট।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply