মৌসুমি ফলে ভরপুর খাগড়াছড়ির বাজার

|

নানা জাতের মৌসুমি ফলে ভরপুর পার্বত্য জেলা খাগড়াছড়ির বাজার। প্রতি বছরের মতো এবারও পাহাড়ে ভালো ফলন হয়েছে। দেশজুড়ে এসব মৌসুমি ফলের প্রচুর চাহিদা। তবে করোনা পরিস্থিতি এবং পরিবহণে ভোগান্তির কারণে বিভিন্ন জেলা থেকে আসছেন না পাইকাররা।

আম্রপালি, বারি, রত্মা প্রজাতির আম তো আছেই, এর বাইরে জাম, কাঁঠাল, ড্রাগন, আনারস লটকনসহ হরেক রকমের ফলমূলে সয়লাব খাগড়াছড়ি জেলা শহরের সব হাটবাজার। কেন্দ্রীয় মসজিদ সড়কের দুপাশে মৌসুমি ফলের হাটে বিক্রি করার জন্য দূর-দূরান্ত থেকে ফল নিয়ে আসেন অনেকে। তবে করোনা পরিস্থিতির কারণে পর্যটক ও বাইরের পাইকাররা আসতে না পারায় ব্যবসা মন্দা বলছেন বিক্রেতারা।

পাহাড়ে উৎপাদিত এসব ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বলে মনে করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply