গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের নিত্য যানজট ও যাত্রী দুর্ভোগ লাঘবে ৩টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২০ জুন) সকালে তুরাগ এক্সপ্রেস উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগের তিনটি বিশেষ ট্রেন চালু হয়।
সকাল-বিকেল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রাত্যহিক যানজট এড়াতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে ট্রেনগুলো চলবে। শুরুর দিন কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও ট্রেন চালু করায় খুশি যাত্রী ও এলাকাবাসী। তবে টিকিট ও বগির সংখ্যা বাড়ানোর দাবি তাদের।
প্রতিদিন সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল কমিউটার ও বিকেল পাঁচটায় কালিয়াকৈর ডেমো ট্রেনে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
Leave a reply