টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তার অভিনেত্রী স্ত্রী পিংকি। সূত্র: আনন্দবাজার পত্রিকা
রোববার (২০ জুন) খবরে বলা হয়, তাদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিলো বেশ কিছু দিন ধরে। এবার সরাসরি অভিনেতা ও সদ্য বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী পিংকি।
স্ত্রী পিংকির অভিযোগ, তাকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন। মত্ত অবস্থায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাকে নামিয়ে হেনস্থা করেছেন।
পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘প্রেম’ করছেন কাঞ্চন।
সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় বিনোদন দুনিয়া। সরাসরি সম্পর্ক নিয়ে কোনও কথা না বললেও বাবার দায়িত্ব সঠিকভাবে কাঞ্চন পালন করছেন না বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন স্ত্রী পিংকি।
এ বিষয়ে শ্রীময়ী চট্টরাজ বলেন, আমি তাজ্জব সব শুনে। পিংকি বন্দ্যোপাধ্যায় নাকি নিউ আলিপুর থানায় আমার নামে অভিযোগ দায়ের করেছেন। কেনো জানি না। এত নোংরামি কেন করছেন উনি? আমাকে হুমকিও দিচ্ছেন। আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন, আমি নাকি তাকে শাসিয়েছি। সব দেখেশুনে মনে হচ্ছে, পিংকি বন্দ্যোপাধ্যায় প্রচার পেতে এখন আমাকে আর কাঞ্চন মল্লিককে জড়িয়ে এই নোংরা খেলায় মেতেছেন।
Leave a reply