ইনজুরিতে পড়ে শেষ হয়ে গেল ফরাসি ফরোয়ার্ড ওসমান ডেম্বেলের ইউরো মিশন। ফরাসি ফুটবল ফেডারেশন সোমবার (২১ জুন) এ খবর জানিয়েছে।
গ্রুপ এফ’এ হাঙ্গেরির বিরুদ্ধে ১-১ এ ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে ডেম্বেলে মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। নেমেই আক্রমণের ধার বাড়িয়েছিলেন অনেকটা। কিন্তু হাঁটুতে পাওয়া আঘাতটা বেশ বড় হয়েই দেখা দিল ইনজুরি প্রবণ এই বার্সা ফরোয়ার্ডের জন্য।
ফরাসি ফুটবল ফেডারেশন ইনজুরির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। কেবল বলেছে, রোববার (২০ জুন) বুদাপেস্ট হাসপাতালে এক্স-রে করিয়েছেন ডেম্বেলে। তার সেরে ওঠার জন্য যে সময় প্রয়োজন তাতে ডেম্বেলেকে স্কোয়াডের সাথে না রাখার কথাই বিবেচনা করেছেন কোচ দিদিয়ের দেশম।
উল্লেখ্য, দেশমের হাতে এখনো আক্রমণভাগে আছেন গ্রিজমান, এমবাপ্পে, বেনজেমা, জিরু, কিংসলে কোম্যান ও বেন ইয়েডারের মতো ফরোয়ার্ডরা।
Leave a reply