ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

|

ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির নেতারা অভিযোগ করেন, পাহাড়ে দুটি সন্ত্রাসী সংগঠন প্রায় ৪০ হাজার সাধারণ নাগরিককে হত্যা করেছে। ইউপিডিএফ ও জেএসএস নামে এ দুটি সংগঠন নিষিদ্ধের দাবি জানান তারা। বলেন, সন্তু লারমা পাহাড়ে শান্তির বদলে অশান্তি তৈরি করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি করেন।

এছাড়া দেশদ্রোহী এসব সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীকে পাহাড়ে আরো কঠোরভাবে দায়িত্ব পালনের আহবান জানান সংগঠনটির নেতারা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply