২০ কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিএমপির ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতার করা হয়েছে সিন্ডিকেটের মূল হোতাসহ ৪ জনকে।
শুক্রবার দুপুরে ডিএমপি কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, আবু ইউসুফ পারভেজ রানা, আতিয়ার রহমান সবুজ, নাসির উদ্দিন ও নুরুল ইসলাম সোহেল। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, এসব জাল স্ট্যাম্প ও কোর্ট ফি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো প্রতারকরা। যাত্রাবাড়ীতে তাদের জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির গোপন ছাপাখানা সিলগালা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
এনএনআর/
Leave a reply