রাজধানীতে ৭১ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে: আইসিডিডিআরবি

|

রাজধানীতে ৭১ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে: আইসিডিডিবি

রাজধানীতে ৭১ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, চট্টগ্রামে তা ৫৫ শতাংশ। আইসিডিডিআরবি ৫ মাসের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানায় আইসিডিডিআরবি।

গবেষণায় বলা হয়, তারা ৩ হাজার ২২০ জনের ওপর এ গবেষণা চালায়। অ্যান্টিবডি তৈরিতে বয়স্ক ও তরুণদের হার প্রায় সমান। মহিলাদের মধ্যে অ্যান্টিবডি হার ৭০.৬ শতাংশ যা পুরুষদের ৬৬ শতাংশ। অ্যান্টিবডি পাওয়া ৩৫.৫ শতাংশ মানুষের করোনার মৃদু উপসর্গ ছিল।

আসিডিডিআরবি বলছে, বস্তির বাইরের তুলনায় বস্তি এলাকার মানুষের শরীরে অ্যান্টিবডি বেশি। ঢাকা ও চট্টগ্রাম শহরে বস্তি ও বস্তির বাইরে বসবাসকারীদের উপর এ গবেষণা চালানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা পূর্ণাঙ্গ চিত্র না। পরবর্তীতে আরও গবেষণা হলে বিস্তারিত জানা যাবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply