বর্ণিল আলোকচ্ছটায় জ্যাজ সংগীতের সুর সঙ্গমে মাতোয়ারা হয়ে উঠেছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ। পুরো ধর্মীয় অনুশাসনে পরিচালিত দেশটিতে এটি জ্যাজ ঘরানার প্রথম সংগীত আসর।
সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রিয়াদ আন্তর্জাতিক হোটেলে শুরু হয়েছে তিনব্যাপী এই ‘জ্যাজ মেহ্ফিল’। প্রথমদিন দুই হাজারের বেশি নারী-পুরুষ সংগীতের পাশাপাশি নানা রকমের খাবার-দাবার উপভোগ করেন।
সৌদি নারী ব্যবসায়ী রানা আল-মোহাম্মদ বলেন, “জ্যাজ প্রেমিদের জন্য এটি একটি দুর্লভ।”
ব্রিটেন থেকে স্নাতক সম্পন্ন করা ওমর আল-আহসান বলেন, “আমরা সত্যি খুবই আনন্দিত এমন একটি অনুষ্ঠান পেয়ে, এবং সামনের দিনগুলোতে এ ধরনের আরও অনুষ্ঠান আশা করছি।”
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এবং মধ্য প্রাচ্যের বিভিন্ন জ্যাজ সংগীত দল এ আসরে সংগীত পরিব্শেন করে। টাইম এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী ওবাদ আওয়াদ বলেন, দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি-এর উৎসাহে তিন দিন এই জ্যাজ উৎসব চলবে।”
মাত্র পাঁচ দিন আগে এ ধরনের একটি আয়োজনের ঘোষণা দেওয়া সত্ত্বেও প্রথম দিনই অনুষ্ঠানস্থল দর্শকে পরিপূর্ণ বলে জানান তিনি।
ওবাদ আরও বলেন, “আগামী দুই দিন আরও দর্শক উপস্থিতি আশা করছি আমরা। বাড়তি দর্শকদের জায়গা দিতে আমরা বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে।”
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply