বন্ধ হয়ে গেল হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকা

|

প্রতিষ্ঠার ২৬ বছর পর হংকংয়ের সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবিসির খবরে জানানো হয়, আজ রাত থেকে পত্রিকার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

একে চীন নিয়ন্ত্রিত শহরটির গণমাধ্যমের স্বাধীনতায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বলে জানায় বিবিসি।। এর আগে গত সপ্তাহে অ্যাপল ডেইলির কার্যালয়ে ​হংকংয়ের পুলিশ অভিযান চালিয়েছিল। তখন পত্রিকার এডিটর ইন চিফ এবং আরও চার নির্বাহী কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের অভিযোগ, ২০১৯ সাল থেকে এই ট্যাবলয়েডটি ডজনখানেকের বেশি প্রতিবেদন ছেপেছে, যা হংকংয়ের নিরাপত্তা আইন লঙ্ঘন করে। তবে সবশেষ প্রতিবেদন কবে ছাপা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি তারা।

গ্রেফতার ছাড়াও কোম্পানি সংশ্লিষ্ট এক কোটি ৮০ লাখ হংকং ডলারের সম্পদও জব্দ করা হয়। এর প্রেক্ষিতে পত্রিকাটির ব্যাংক একাউন্টগুলো খুলে দেয়ার আবেদন জানানো হয়েছিল সরকারের কাছে। কিন্তু তাতে সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়ে পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply