মিসরে জনপ্রিয় হয়ে উঠেছে রেসিংকারের আদলে তৈরি স্পিডবোট

|

মিসরের পর্যটকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে রেসিংকারের আদলে তৈরি স্পিডবোট। সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে তৈরি এই স্পিডবোট, দাপিয়ে বেড়াচ্ছে দেশটির সমুদ্র উপকূল।

মিসরের উদ্যোক্তা কারিম আমিন জানায়, আমি যখন বিদেশে ছিলাম তখন এমন ভিন্ন ডিজাইনের স্পিডবোট দেখেছি। তখন থেকেই মনে হতো মিসরেও যদি এমন কোনো ব্যবস্থা করতে পারতাম তাহলে পর্যটকদের মাঝে তা খুবই জনপ্রিয় হতো। এরপর দেশে ফিরেই এই ডিজাইন নিয়ে কাজ শুরু করি। সফলতাও পেয়েছি।

স্পিডবোট হলেও এটি চালানোর ধরণ অনেকটাই গাড়ির মতো। মিসরের উপকুল দাপিয়ে বেড়াচ্ছে এমন ১২টি স্পিডবোট।

কারিম আমিন আরও জানান, কয়েক রকমের রেসিং কারের আদলে এই স্পিডবোটের ডিজাইন করা হয়েছে। কারণ, পর্যটকদের মাঝে রেসিংকার খুবই জনপ্রিয়। পানিতে যখন এই স্পিডবোট দ্রুতগতিতে ছুটে যায়, মনে হয় সত্যিই রেসিং কার চলছে।

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এসব স্পিডবোট। একেকটি স্পিডবোট তৈরিতে সময় লেগেছে ৩ সপ্তাহ। বিদেশে এই যান রফতানির পরিকল্পনা উদ্যোক্তাদের।

উল্লেখ্য, একেকটি স্পিডবোট তৈরিতে খরচ পড়ে প্রায় ৪৫ হাজার ডলার পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply