করোনার ভ্যাকসিন নিয়ে ধনী দেশগুলো রাজনীতি করছে, দুএক মাসের মধ্যে এ সংকট দূর হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সৌদি আরব চায়না টিকার সার্টিফিকেট গ্রহণ করে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন চায়না ভ্যাকিনের স্বীকৃতি দিয়েছে। সার্টিফিকেট গ্রহণে তাদের সাথে কুটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া শ্রমিকদের অ্যাসট্রাজেনেকা বা জনসনের এক টিকা দিয়ে পাঠাতে পারলে সৌদিতে দ্বিতীয় টিকা দিয়ে দেয়। তবে টিকার প্রাপ্যতা না থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। মন্ত্রী জানান, আগামী জুনের মধ্যে প্রবাসীদের মধ্যে ২৫০ কোটি টাকার লোন বিতরন করা হবে। এতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a reply