ফেসবুক স্ট্যাটাসে আত্মহত্যার কথা জানিয়ে দু’ধরনের বিষ মিশিয়ে খেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজিব সোহাগ। কিন্তু তার সহপাঠী, প্রক্টর এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফলে প্রাণে বেঁচে গেলো এই শিক্ষার্থী।
রাজিব সোহাগের স্ট্যাটাসে উঠে আসে ব্যক্তিগত নানা সমস্যা আর হতাশার কথা। স্ট্যাটাসটি সহপাঠীদের নজরে আসামাত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানীকে জানায় তারা। এরপর পুলিশের সাথে যোগাযোগ করেন প্রক্টর।
পুলিশ রাজিব সোহাগের মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান শনাক্ত করে। তৎপর হয় রাজিবের নিজ বিভাগ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের সহপাঠীরাও। পরে সমাজবিজ্ঞান অনুষদের পাশের কফি হাটের ছাদে অচেতন অবস্থায় পাওয়া যায় রাজিবকে। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্থানান্তর করা হয় সলিমুল্লাহ মেডিকেলে।
বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছে রাজিব।
Leave a reply