বান্দরবানের আলোচিত ইমাম হত্যার শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

|

খাগড়াছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়িতে আলোচিত মো. ওমর ফারুককে গুলি করে হত্যার ৭ দিনেও হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। শুক্রবার (২৫ জুন) জুমার নামাজের পর জেলা শহরের মুক্তমঞ্চে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অবিলম্বে নওমুসলিম ইমাম মো. ওমর ফারুকের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রত্যাহার হওয়া নিরাপত্তা বাহিনীর ক্যাম্প চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply