করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে খুলনা বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। শনিবার (২৬ জুন) গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪৮ জনের।
এদিকে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন কুষ্টিয়ার, ৫ জন যশোরের। এছাড়া খুলনায় ২, ঝিনাইদহ ও মেহেরপুরে ২ জন।
৩৫৭টি করোনা শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৩১ জন। ভর্তি হতে আসা রোগীদের বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টে। চিকিৎসকরা বলছেন, এসব রোগীর বেশিরভাগই করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১২৫ জন।
এনএনআর/
Leave a reply