ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর করা ১৫০ রানের জবাবে এখন ব্যাট করছে প্রাইম ব্যাংক।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই অলিখিত ফাইনালে প্রাইম ব্যাংককে দারুণ সূচনা এনে দেন পেসার মোস্তাফিজুর রহমান। ম্যাচের প্রথম বলেই আবাহনী ওপেনার মোহাম্মদ নাইমকে ফেরান তিনি।আরেক ওপেনার মুনিম শাহরিয়ার ৩ রান করে আউট হন রুবেল হোসেনের বলে। লিটন দাসও মাত্র ১৯ রান করে নাহিদুলের বলে আনামুল হক বিজয়ের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরলে বিপর্যয়ে পড়ে আবাহনী। এরপর নাজমুল হোসেন শান্ত ও আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৭০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আকাশি-নীল বাহিনী। শান্ত ৪৫ ও মোসাদ্দেক করেন ৪০ রান। শেষ দিকে সাইফুদ্দিনের ২১ রানের ক্যামিওতে ২০ ওভার শেষে ১৫০ রানের লড়াকু পুঁজি পায় শিরোপা প্রত্যাশী আবাহনী।
জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের সূচনাও ভালো হয়নি। সাইফুদ্দিনের তোপে ২০ রানের মধ্যেই ফিরে গেছেন রনি তালুকদার ও প্রাইম ব্যাংক অধিনায়ক আনামুল হক বিজয়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাইম ব্যাংকের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান।
Leave a reply