মগবাজার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭; আহত অর্ধশতাধিক

|

রাজধানীর মগবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন অর্ধশতাধিক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম নিহতের সংখ্যা করেছেন। রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, বিস্ফোরণটিতে আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনাটি কোনো নাশকতার ফলে সৃষ্ট কিনা, এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিস্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নেই।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সসহ ১৪টি ইউনিট কাজ করছে। তবে কীভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply