পিরোজপুরে ৩য় শ্রেণির শিক্ষ ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামি মেহেদি হাসান স্বপন ও সুমন জোমাদ্দারকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কৃষ্ণা দেবনাথের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার ভার্চুয়ালি এই রায় দেন। এর আগে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। আসামি পক্ষের আইনজীবী জানান, সকল মৌখিক ও দালিলিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় দেখা যায় যে, আসামি সুমন জমাদ্দার ঘটনার সময় ১৬ বছরের শিশু ছিলেন। ফলে প্রাপ্তবয়স্ক হিসাবে তার বিচার আইনসম্মত হয়নি।
সর্বশেষ বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য নেই। এসব প্রসঙ্গ বিবেচনায় রেখে হাইকোর্টের রায়ে তাদের খালাস দেয়া হয়।
Leave a reply