ওজিলের সাথে সব মিটিয়ে নিতে চান জোয়াকিম লো

|

২০১৮ বিশ্বকাপের পর জাতিবিদ্বেষী আচরণের অভিযোগ তুলে জার্মান দল থেকে অবসর নেন মেসুত ওজিল। অভিযোগ তুলেছিলেন জার্মান ফুটবল ফেডারেশনের দিকে। শুধু ফেডারেশনই না, ওজিলের রাগ ছিল কোচ জোয়াকিম লো’র প্রতিও। দুইজনের কথা হয়নি আর।

খবর ছড়িয়েছে, জার্মান দলকে দীক্ষা দেওয়ার দায়িত্ব ছাড়ার পর লো এখন ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছেন ওজিলের সাথে। ওজিল জার্মান দলে এসেছিলেন তারই হাত ধরে। জার্মানদের চতুর্থ বিশ্বকাপ জেতানো দলের অন্যতম নায়কও তুরস্কের বংশোদ্ভূত এই খেলোয়াড়।

মূলত তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ানের সাথে ওজিলের এক ছবি নিয়ে শুরু হয় সমস্যা। সমালোচনা যখন তুঙ্গে তখনই ২০১৮ বিশ্বকাপ থেকে বাদ পড়ে জার্মানি। দল ছাড়েন ওজিল।

ওজিলের এই সিদ্ধান্ত ভালভাবে না নিয়ে গণমাধ্যমে রাগ দেখিয়েছিলেন জোয়াকিম লো। এবার জার্মান দলের কোচের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন লো। বিদায়বেলা ভাবছেন মিটিয়ে নেবেন ওজিলের সাথে। জোয়াকিম লো গণমাধ্যমকে বলেছেন, আমি মনে করি সব মিটে যাবে, আমাদের আবার দেখা হবে, কথা হবে। সে একজন দারুণ ফুটবলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply