আফগানিস্তানে তালেবানের আত্মঘাতী হামলায় নিহত ২৩

|

আফগানিস্তানের ফারাহ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে তালেবানের আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ২৩ সেনা সদস্য। শনিবারের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোররাতে সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গি গোষ্ঠিটি। এছাড়া চলতি বছর বিলাসবহুল হোটেলসহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় স্বশস্ত্র সংগঠনটি। এতে প্রাণ হারায় ৩ শতাধিক মানুষ। এরইমধ্যে দেশটিতে সন্ত্রাসী হামলা ঠেকাতে নতুন নিরাপত্তা আইন পাশ করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর ধারাবাহিকতায়, বিভিন্ন শহরে বসানো হয়েছে তল্লাশি চৌঁকি। গাড়ি চলাচলে জারি করা হয়েছে সতর্কতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply