রাজশাহীতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। আক্রান্তের হার গত দিনের তুলনায় ১৩ শতাংশ বেশি।
মৃতদের ১০ জন রাজশাহীর, তিনজন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন নাটোরের ও একজন নওগাঁর ও একজন পাবনার। মৃতদের ১২ জন করোনা পজেটিভ ছিলেন। পাঁচজন ভর্তি ছিলেন করোনা উপসর্গ নিয়ে।
এ নিয়ে জুন মাস থেকে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা ৩৯৩। এদিকে ২১ দিনের লকডাউনের পরেও রাজশাহীতে কমছে না করোনা সংক্রমণ। ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ মিলেছে ৩৬.৮৫ শতাংশের শরীরে। যা গেল দিনের তুলনায় ১৩ শতাংশ বেশি।
এর আগে পহেলা জুলাই করোনা ও উপসর্গে ২২ জন মারা যান।
এনএনআর/
Leave a reply